ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি নেই। কারণ, যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।’

নয়া দিগন্ত অনলাইন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইসরাইল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর সোমবার (১৩ অক্টোবর) মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিত গাজা শীর্ষ শান্তি সম্মেলনে বিশ্বনেতারা একত্রিত হয়েছেন। ওই সম্মেলনে উপস্থিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘সুন্দরী’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তিনবার বিবাহিত ৭৯ বছর বয়সী ট্রাম্প স্বীকার করেছেন, মঞ্চে তার পিছনে দাঁড়িয়ে থাকা কট্টরপন্থী নেত্রী মেলোনি সম্পর্কে মন্তব্য করার কারণে যৌন অসদাচরণের অভিযোগে তার অভিযুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি নেই। কারণ, যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।’

তিনি বলেন, ‘তবে আমি আমার সুযোগ নেব।’ এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, ‘আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই- আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না।’

মেলোনির তাৎক্ষণিক অভিব্যক্তি অবশ্য দেখা যায়নি।

ট্রাম্প অভিবাসন ও সাংস্কৃতিক ইস্যুতে আদর্শিক মিত্র মেলোনিকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন। তিনি আরো বলেন, ‘ইতালিতে তাকে সত্যিই সম্মান করা হয়। তিনি একজন অত্যন্ত সফল রাজনীতিবিদ।’

শীর্ষ সম্মেলনে ট্রাম্পের পিছনে মঞ্চে জড়ো হওয়া প্রায় ৩০ জন নেতার মধ্যে মেলোনিই ছিলেন একমাত্র নারী। সেখানে তারা গাজার শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

ট্রাম্প এর আগেও যৌন অসদাচরণমূলক মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন।

সূত্র : বাসস