যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নোবেলজয়ী বারাক ওবামার সমালোচনা করে বলেছেন, তিনি কিছু না করেই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। একইসাথে তিনি ওবামার বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস’ করার অভিযোগ তুলেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে তার কৃতিত্বের কথা তুলে ধরেছেন। কিন্তু তিনি দাবি করেছেন, এসব তিনি কোনো পুরস্কারের জন্য করেননি।
বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ৩টায় শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা তার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার মাত্র কয়েক মাস পরেই নোবেল পেয়েছিলেন।
তিনি বলেন, ‘ওবামা কিছুই না করার জন্য এটি পেয়েছেন। এমনকি তিনি জানতেনই না কেন তিনি এটা পেয়েছেন। তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তারা তাকে এটি দিয়েছে একেবারে কিছুই না করার জন্য। তিনি আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া কিছুই করেননি।’
২০০৯ সালে ওবামা যখন তার প্রথম মেয়াদের আট মাস পূর্ণ করেন, তখন তিনি মর্যাদাপূর্ণ পুরষ্কারটি পান। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সে সময় জানায়, এই স্বীকৃতি ‘অত্যন্ত অপরিপক্ক’ এবং মন্তব্য করে যে নোবেল পুরস্কারের জন্য ‘আরো কঠোর মানদণ্ড থাকা উচিত’।
ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, আগে কখনো এমনটা হয়নি। কিন্তু তারা যা করার করুক, সেটা তাদের ব্যাপার। আমি জানি যে এটা আমি এর জন্য করিনি, আমি এটা করেছি কারণ আমি অনেক জীবন বাঁচাতে চেয়েছি।’
সূত্র : এনডিটিভি