মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ নভেম্বর) জানিয়েছেন, তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে কথা বলেছেন। তবে দুই নেতা কী আলোচনা করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, মাদুরোর সাথে তার কথা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো, হ্যাঁ হয়েছে।’
নিউইয়র্ক টাইমস প্রথম জানিয়েছিল যে ট্রাম্প এই মাসের শুরুতে মাদুরোর সাথে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন। সেই কথোপকথন নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বলব না এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এটা ছিল একটা ফোনালাপ।’
ফোনালাপের বিষয়টি এমন সময় প্রকাশ পেল, যখন ভেনিজুয়েলাকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেয়ার পাশাপাশি কূটনীতির সম্ভাবনাও উল্লেখ করেছেন ট্রাম্প। গত শনিবারই তিনি বলেছিলেন, ‘ভেনেজুয়েলার ওপর এবং আশপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করতে হবে।’
কিন্তু আকাশসীমা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করতে যাচ্ছে কি না এ নিয়ে শঙ্কা দেখা দেয় কারাকাসে।
মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, তার আকাশসীমা সংক্রান্ত মন্তব্যের অর্থ ভেনেজুয়েলার বিরুদ্ধে হামলা আসন্ন কি না। জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে আগ বাড়িয়ে ভাবার দরকার নেই।’
ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা-সম্পর্কিত বিকল্পগুলো বিবেচনা করছে যাতে তারা অবৈধ মাদক সরবরাহে মাদুরোর ভূমিকার বিরুদ্ধে লড়াই করতে পারে। তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অবৈধ মাদক ব্যবসার সাথে তার কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন।
সূত্র : রয়টার্স



