৮০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নিষিদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল এবং জাপানের হিরোশিমা শহরের বাসিন্দাদের মাথার উপর ‘লিটল বয়’ নামে একটি ইউরেনিয়াম বোমা ফেলেছিল।
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমার বিরুদ্ধে ১৫ হাজার টন টিএনটি-র সমতুল্য বিস্ফোরক শক্তি সম্পন্ন একটি পারমাণবিক বোমা ব্যবহার করেছিল। যার ফলে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এর প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
মার্কিন পারমাণবিক হামলার পর প্রথম কয়েক মাসে হিরোশিমার প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১.২ কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ৫০ শতাংশ মানুষ সেদিন মারা গিয়েছিল এবং বিস্ফোরণস্থলের কাছে মৃত্যুর হার ছিল ৮০ থেকে ১০০ শতাংশ।
হিরোশিমার আরো অনেক অধিবাসী পরের বছরগুলোতে লিউকেমিয়া এবং অন্যান্য রোগের কারণে বিকিরণের সংস্পর্শে মারা গিয়েছিলেন। হিরোশিমায় হামলার মাত্র তিন দিন পর ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকি শহরটিও আমেরিকান পারমাণবিক বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই দুটি পারমাণবিক হামলায় ২ লাখ ২০ হাজারেরও বেশি জাপানি মারা যান এবং আরো অনেকে বছরের পর বছর ধরে মারাত্মক পরিণতির সাথে লড়াই করে। মার্কিন যুক্তরাষ্ট্র হলো বিশ্বের একমাত্র দেশ, যারা পারমাণবিক বোমা ব্যবহার করে।
সূত্র : পার্সটুডে