পেন্টাগনের নতুন বিধিমালায় স্বাক্ষর না করে সাংবাদিকদের প্রতিবাদ

বিধিমালায় বলা হয়েছে, সাংবাদিকরা ক্লাসিফাইড, অর্থাৎ বিশেষ শ্রেণিবদ্ধ তথ্য তো বটেই, এমনকি কিছু আনক্লাসিফাইড তথ্য জানতে চাইলেও তাদের প্রেস ব্যাজ প্রত্যাহার করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
পেন্টাগন ভবন
পেন্টাগন ভবন |সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে প্রবেশের জন্য আরোপ করা নতুন বিধিমালায় স্বাক্ষর করেনি প্রথম সারির বেশ কিছু সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত অন্তত ৩০টি সংবাদমাধ্যম এতে স্বাক্ষর করেনি বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমস, এপি, রয়টার্স, এএফপি ও ফক্স নিউজও রয়েছে সেই তালিকায়।

বুধবার (১৫ অক্টোবর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের নতুন বিধিমালা প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটি সংবিধানে সংরক্ষিত বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের শামিল।

নতুন বিধিমালায় বলা হয়েছে, সাংবাদিকদেরও নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখা হতে পারে। সাংবাদিকরা ক্লাসিফাইড, অর্থাৎ বিশেষ শ্রেণিবদ্ধ তথ্য তো বটেই, এমনকি কিছু আনক্লাসিফাইড তথ্য জানতে চাইলেও তাদের প্রেস ব্যাজ প্রত্যাহার করা হবে।

সাম্প্রতিক সময়ে পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপটি নেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগন ভবন থেকে বেশ কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকদের বের করে দিয়ে ইতোমধ্যে তাদের সংখ্যা কমানোর উদ্যোগও নিয়েছে তারা।