যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি বিমানবন্দরের কাছে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১১ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিশ্চিত করেছেন, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে তিনজন থেকে বেড়ে কমপক্ষে সাতজনে পৌঁছেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করার সময় দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং যাত্রীদের তাদের ফ্লাইটের সময়সূচী পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল। যা বিমানবন্দরের দুটি ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে।
এদিকে, আগুন নেভানোর জন্য ১০০ জনেরও বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ।
সূত্র : স্কাই নিউজ



