ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান, নিহত ১১৯

ব্রাজিলে মাদকচক্রবিরোধী পুলিশি অভিযানে ১১৯ জন নিহত হয়েছে; ঘটনাটি দেশটির গভীর নিরাপত্তা সঙ্কট ও সহিংস বাস্তবতাকে উন্মোচিত করেছে, যা আসন্ন কপ-৩০ সম্মেলনের আগেই বিতর্ক সৃষ্টি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান
ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান |প্রতীকী ছবি

ব্রাজিলে রক্তক্ষয়ী পুলিশি অভিযানে অন্তত ১১৯ জন নিহত হয়েছে। বুধবার রিও ডি জেনেইরোর একটি কমিউনিটির বাসিন্দারা তাদের নিহতক স্বজনদের সারিবদ্ধভাবে ফেলে রেখেছেন। এই ঘটনা শহরের দরিদ্র এলাকায় গেঁড়ে বসা মাদকচক্রের বিরুদ্ধে বিতর্কিত যুদ্ধকে সামনে নিয়ে এসেছে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সংগঠিত অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, এটি যাতে পুলিশ বা সাধারণ নাগরিকদের ঝুঁকিতে না ফেলে।

এই ঘটনার মাধ্যমে ব্রাজিলের নিরাপত্তা সঙ্কট স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক কয়েকদিন পরই দেশটি অ্যামাজনে জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলন কপ-৩০ আয়োজন করতে যাচ্ছে।

নিহতদের পরিবারগুলো পুলিশের হাতে ‘হত্যাকাণ্ড’ সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেছে। অন্যদিকে রাজ্য সরকার এটিকে একটি সফল অভিযান হিসেবে অভিহিত করেছে। তারা বলেছেন, এ অভিযান রিও ডি জেনেইরোর বিস্তৃত এলাকায় আধিপত্য বিস্তারকারী একটি শক্তিশালী অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।

এই পুলিশি অভিযান পর্যটকদের কাছে প্রিয় শহরটির সহিংস অন্তর্নিহিত বাস্তবতাকে উন্মোচিত করেছে, যেখানে রয়েছে মনোরম সৈকত ও প্রাণবন্ত সংস্কৃতি।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১১৯ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১১৫ জন সন্দেহভাজন অপরাধী এবং চারজন পুলিশ সদস্য রয়েছেন।

লুলা এক্সে এক পোস্টে বলেন, আমরা সংগঠিত অপরাধকে মেনে নিতে পারি না, যা পরিবার ধ্বংস করে, বাসিন্দাদের দমন করে এবং শহরজুড়ে মাদক ও সহিংসতা ছড়িয়ে দেয়।

তিনি বলেন, আমাদের সমন্বিতভাবে এমনভাবে কাজ করতে হবে, যাতে মাদক পাচারের মূল শিকড়ে আঘাত হানে। কিন্তু নিরপরাধ পুলিশ সদস্য, শিশু ও পরিবারকে ঝুঁকিতে ফেলা যাবে না।

৮০ বছর বয়সী এই অভিজ্ঞ বামপন্থী নেতা ২০২৬ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। সেখানে ব্রাজিলের নিরাপত্তা সঙ্কট একটি প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি তার বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডোস্কিকে রিও ডি জেনেইরোতে পাঠিয়েছেন। সেখানে তিনি ডানপন্থী রাজ্য গভর্নর ক্লাউডিও ক্যাস্ট্রোর সাথে বৈঠক করেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেন।

লেওয়ানডোস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি রিওকে ‘যত দ্রুত সম্ভব এই নিরাপত্তা সঙ্কট কাটিয়ে উঠতে’ সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।

সূত্র : বাসস