ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্তের জেরে চলতি সপ্তাহের মধ্যেই পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আইসিসির বেশ কয়েকজন প্রসিকিউটর ও বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এবার আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলে তা হবে বড় ধরনের নাটকীয় ঘটনা।
বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র জানিয়েছেন, ‘এনটিটি স্যাংশন’ বা পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত খুব শিগগিরই নেয়া হবে। সম্ভাব্য সামগ্রিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আদালতের কর্মকর্তারা ইতোমধ্যেই জরুরি অভ্যন্তরীণ বৈঠক করেছেন। আদালতের সদস্য রাষ্ট্রের কূটনীতিকদের সাথেও বৈঠক হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট সময় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র আইসিসিকে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের ওপর ‘অযৌক্তিক এখতিয়ার’ দেখাচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ওয়াশিংটন আরো পদক্ষেপ নিতে চলেছে। যদিও কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তা তিনি জানাননি।