বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার পণ্যে আরো ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি ট্রাম্পের

ক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারের পর ট্রাম্প অতিরিক্ত শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছেন। তিনি দেশটির সাথে বাণিজ্য আলোচনাও স্থগিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারের পর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরো বৃদ্ধি করছেন।

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন এবং ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগে এর সম্প্রচার বন্ধ না করার জন্য কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

তিনি বার্তায় বলেছেন, ‘তাদের তথ্যের গুরুতর ভুল উপস্থাপনা ও শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি কানাডার ওপর শুল্ক এখন তারা যা দিচ্ছে তার চেয়ে ১০ শতাংশ বেশি বৃদ্ধি করছি।’

এর আগে, বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সাথে বাণিজ্য আলোচনা থেকে সরে আসার পর অন্টারিওর মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বিজ্ঞাপনটি প্রত্যাহার করবেন।

অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড শুক্রবার বলেন, তিনি যুক্তরাষ্ট্রে তার প্রদেশের শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারণা বন্ধ করবেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ‘যাতে বাণিজ্য আলোচনা আবার শুরু হতে পারে’।

তিনি আরো বলেন, তবে বিজ্ঞাপনটি সপ্তাহান্তে ও ওয়ার্ল্ড সিরিজের খেলার সময়ও সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।

ট্রাম্প প্রধান বাণিজ্যিক অংশীদারদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ শুরু করার পর থেকে কানাডাই একমাত্র জি-৭ দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে এখনো কোনো চুক্তিতে পৌঁছায়নি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সব কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদিও এর বেশিভাগই বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় অব্যাহতি পেয়েছে। এছাড়াও ধাতুতে ৫০ শতাংশ ও অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প তার বার্তায় এই শুল্কের ওপর আরো ১০ শতাংশ যোগ করছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : বিবিসি