ভারতের সাথে বাণিজ্য আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে উভয় দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা মোকাবেলায় আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’
তিনি মনে করেন, এর মাধ্যমে উভয় দেশের জন্য একটি সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। ট্রাম্প খুব শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলবেন বলেও জানান।
এদিকে মোদি জানান, তিনি ট্রাম্পের সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার। আমি আত্মবিশ্বাসী যে আমাদের বাণিজ্য আলোচনা সীমাহীন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমাদের দল দ্রুততম সময়ে একটি সিদ্ধান্তে আসার জন্য কাজ করছে।’
গত মে মাসে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর শান্তি স্থাপনে ট্রাম্প মধ্যস্থতা করেন বলে জানান। তিনি নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কূটনীতির কৃতিত্ব দাবি করেন। এতে ভারত ট্রাম্পের প্রতি বিরক্তি প্রকাশ করে। ট্রাম্পের এই দাবিতে মোদিও ক্ষুব্ধ হন।
তিনি জানিয়ে দেন, ভারত পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনে দেশ দু’টি সরাসরি জড়িত। প্রতিবেশী দেশ দু’টি নিজেরাই এই সংকট সমাধান করে।
ভারত অধিকৃত কাশ্মিরের ইস্যুতে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা ভারত বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আর সেই কারণে দেশটি এ নিয়ে ট্রাম্পকে শীতল অভ্যর্থনা জানায়।
সূত্র : বাসস