ইরানের কাছে পারমাণবিক চুক্তির নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে।
রোববার (১ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্র একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি-সংক্রান্ত কিছু ‘মূল উপাদান’ তুলে দিয়েছেন।
নতুন প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে, যখন জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, ইরান আবারো সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শনিবার বলেন, চুক্তিটি মেনে নেয়া তেহরানের জন্য ভালো হবে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না।’
লিভিট আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের কাছে একটি ‘বিস্তারিত ও গ্রহণযোগ্য’ প্রস্তাব পাঠিয়েছেন।
অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেব।’
চুক্তিটির নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। তবে এ চুক্তির বিষয়টি সামনে এসেছে আইএইএর এক প্রতিবেদনের পরপরই। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুদ করে রেখেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি।
বিবিসি বলছে, এটি দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব, যদি আরো পরিশোধন করা হয়। মূলত ইরানই একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এতো উচ্চমাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আইএইএর বোর্ডে ইরানকে পারমাণবিক চুক্তি লঙ্ঘনকারী হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ইরান এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ’ভিত্তিহীন’ বলে দাবি করেছে এবং সতর্ক করেছে, আইএইএর বোর্ডে যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়, তাহলে তারা ’উপযুক্ত জবাব দেবে’।