যুক্তরাষ্ট্রের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করল যুক্তরাজ্য

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক বহনকারী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর কারণে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।

নয়া দিগন্ত অনলাইন

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক বহনকারী নৌযানে হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রের সাথে নির্দিষ্ট কিছু গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে যুক্তরাজ্য। এই পরিষেবাটি মার্কিন কোস্টগার্ডকে নিষেধাজ্ঞায় সহায়তা করার জন্য বছরের পর বছর ধরে দেয়া হতো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এক মাসেরও বেশি সময় আগে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে মনে করেন ব্রিটিশ কর্মকর্তারা। তাই তারা এই স্থগিতাদেশ দিয়েছেন।

যুক্তরাজ্য মনে করছে, গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখলে তারাও যুক্তরাষ্ট্রের সাথে এতে জড়িয়ে পড়বে।

নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানের অংশ। যা সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান থেকে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কার্টেলগুলোকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

সেপ্টেম্বরে অভিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র কমপক্ষে ১৯টি নৌযানে হামলা চালিয়ে ৭৫ জনকে হত্যা করেছে। সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস, পেন্টাগন ও হোয়াইট হাউস মন্তব্যের জন্য করলে তারা সাড়া দেয়নি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি