সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনিজুয়েলার এই নেতা নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন।
রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সাথে প্রথম বৈঠক করেন রদ্রিগেজ। বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, তার সরকার যুক্তরাষ্ট্রে সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী।
ডেলসি রদ্রিগেজ বলেন, ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।’
আন্তর্জাতিক আইন মেনে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন রদ্রিগেজ।
সূত্র : বিবিসি



