মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেশ কয়েকটি যুদ্ধ মীমাংসায় তার ভূমিকার জন্য যদি তিনি নোবেল শান্তি পুরষ্কার না পান তবে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘অপমান’ হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের এক সভায় ট্রাম্প বলেছেন, ‘আমি কি নোবেল পুরষ্কার পাব? একেবারেই না। তারা এমন একজনকে নোবেল পুরষ্কার দেবে যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য একটা বড় অপমান হবে।’
তিনি আরো বলেন, অপরাধ ও অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্র এখন তার ভেতর থেকেই যুদ্ধের মুখোমুখি হচ্ছে।
পেন্টাগন প্রধান পিট হেগসেথের আহ্বানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে ডেকে আনা জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ডেমোক্র্যাট-শাসিত বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে।
তিনি আরো বলেন, ‘আমরা একে একে সেগুলো ঠিক করব। আপনাদের মধ্যে অনেকের জন্যই এটি একটি বড় অংশ হতে চলেছে। এটিও একটি যুদ্ধ, এটি ভেতর থেকে আসা একটি যুদ্ধ।’
ট্রাম্প আরো বলেন, ‘আমি অস্থিরতা দমনের জন্য একটি সামরিক প্রতিক্রিয়া বাহিনী গঠনের আদেশে স্বাক্ষর করেছি। কারণ এটি ভেতরের শত্রু, এবং এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আমাদের এর মোকাবেলা করতে হবে।’
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড