ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

৭০ বছর বয়সী বলসোনারোকে মঙ্গলবার বমি ও নিম্ন রক্তচাপের জন্য ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্যানসারের বিষয়টি শনাক্ত হয় রোববারের পরীক্ষায়।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো |সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বমি ও নিম্ন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার ক্যানসার ধরা পড়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শরীরের ত্বক পরীক্ষা করে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’র উপস্থিতি ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বলসোনারোর অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

৭০ বছর বয়সী বলসোনারোকে মঙ্গলবার বমি ও নিম্ন রক্তচাপের জন্য ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্যানসারের বিষয়টি শনাক্ত হয় রোববারের পরীক্ষায়। সেদিন তার বুক ও হাতে থাকা ক্ষতস্থানের টিস্যু অপসারণ করা হয়েছিল।

বলসোনারোর ক্যান্সার বিশেষজ্ঞ ক্লদিও বিরোলিনি, ক্যান্সারটিকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেন। এটি সবচেয়ে কম ও সবচেয়ে আক্রমণাত্মক ত্বকের ক্যান্সারের মাঝামাঝিতে অবস্থিত। তবে তার ক্যান্সার ‘ইন সিটু’ ধাপে রয়েছে। অর্থাৎ অস্বাভাবিক কোষগুলো ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

বিরোলিনি বলেন, ক্যান্সার কোষ অপসারণ এর চিকিৎসা হিসেবে যথেষ্ট হবে। বর্তমানে বলসোনারোর শরীরে ব্যান্ডেজ ও সেলাই রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সেগুলো অপসারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার তাকে হাসপাতাল থেকে অব্যাহতি দেয়া হলে তিনি বাড়ি ফিরে আসেন। সেখানে তিনি গৃহবন্দী রয়েছেন।

সম্প্রতি বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের আদালত। তার বিরুদ্ধে ২০২২ সালে নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ আনা হয়।

সূত্র : টিআরটি গ্লোবাল