ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ অবৈধ : মার্কিন আদালত

ফেডারেল সার্কিটের মার্কিন আপিল আদালত ৭-৪ ভোটে ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |নয়া দিগন্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। তার জারি করা অধিকাংশ শুল্কই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত। এই রায় ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও বাণিজ্য কৌশলে বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শনিবার (৩০ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফেডারেল সার্কিটের মার্কিন আপিল আদালত ৭-৪ ভোটে ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। আদালত জানিয়েছে, ট্রাম্পের আরোপিত শুল্ক আইনবিরোধী এবং প্রেসিডেন্টের জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতার মধ্যে পড়ে না। রায়ের কার্যকারিতা ১৪ অক্টোবর থেকে শুরু হবে, যাতে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আপিল আদালত ও এর রায়ের সমালোচনা করে বলেছেন, ‘যদি এই রায় বহাল থাকে, তাহলে তা আক্ষরিক অর্থেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে।’

তিনি বলেন, ‘আজ একটি উচ্চপক্ষ আপিল আদালত ভুল রায় দিয়ে বলেছে, আমাদের শুল্ক প্রত্যাহার করা উচিত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে। যদি এই শুল্কগুলো প্রত্যাহার করা হয়, তাহলে এটি দেশের জন্য একটি সম্পূর্ণ বিপর্যয় হবে। এটি আমাদের আর্থিকভাবে দুর্বল করে দেবে। কিন্তু আমাদের মনোবল শক্ত রাখতে হবে।’

১২৭ পৃষ্ঠার রায়ে আদালত উল্লেখ করেছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) কোথাও প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হয়নি।

রায়ে বিশ্বের অধিকাংশ দেশের ওপর আরোপিত ‘পারস্পরিক’ শুল্ক এবং চীন, মেক্সিকো ও কানাডার ওপর বসানো শুল্ক বাতিল হয়ে যাবে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক বহাল থাকবে, যেগুলো অন্য আইন অনুযায়ী আরোপ করা হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প আইইইপিএ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছেন। এসব শুল্কের প্রাথমিক হার নির্ধারণ করা হয়েছিল ১০ শতাংশ। তবে বহু দেশের ক্ষেত্রে এর চেয়েও বেশি হার কার্যকর করা হয়েছে।