কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অবৈধ মাদকচক্রের নেতা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্র তহবিল কমিয়ে দেবে বলেও ঘোষণা করেছেন তিনি।
রোববার (১৯ অক্টোবর) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়াজুড়ে ‘মাদকদ্রব্যের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করছেন’।
তিনি পেত্রোকে ‘নিম্নমানের ও অত্যন্ত অজনপ্রিয়’ নেতা বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার মাদক ব্যবসা ‘বন্ধ করাই ভালো’, না হলে যুক্তরাষ্ট্র সেগুলো বন্ধ করে দেবে, এবং এটি খুব ভালো কিছু হবে না’।
ট্রাম্প বলেন, ‘এই মাদক উৎপাদনের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে পণ্য বিক্রি করা। যার ফলে মৃত্যু, ধ্বংস ও বিপর্যয় ঘটবে।’
বার্তায় তিনি বলেন, ‘আজ থেকে কোনো ধরনের অর্থপ্রদান আর করা হবে না।’ তবে তিনি কোন অর্থপ্রদানের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট নয়।
এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, পেন্টাগন শুক্রবার ’ইউএসসাউথকম’-এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় কলম্বিয়ার একটি গোষ্ঠীর সাথে সম্পর্কিত একটি জাহাজে হামলা করে তা ধ্বংস করেছে। যার মধ্যে ক্যারিবিয়ানও রয়েছে।
হেগসেথ বলেন, হামলায় তিনজন নিহত হয়েছেন। তিনি দাবি করেন, জাহাজটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির সাথে সম্পর্কিত এবং অবৈধ মাদক পাচারের সাথে জড়িত ছিল। তবে তিনি দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি।
সূত্র : আল জাজিরা


