কাতারে হামলা যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে প্রভাব ফেলবে না : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরাইল। এতে পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার (১৩ সেপ্টেম্বর) বলেছেন, হামাস সদস্যদের লক্ষ্য করে কাতারে ইসরাইলের হামলা তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের কোনো পরিবর্তন আনবে না।

ব্রিটেন ও ইসরাইল সফরে রওনা দেয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই আমরা এই ঘটনায় খুশি হয়নি, প্রেসিডেন্টও এতে খুশি ছিলেন না। এটি ইসরাইলের সাথে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তবে আমাদের এটি নিয়ে আলোচনা করতে হবে, বিশেষ করে, এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে।’

এর আগে, মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে একটি আবাসিক কম্পাউন্ডে হামলা চালায় ইসরাইল। এতে পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।

গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের সাথে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি