জোহরান মামদানির সাথে শুক্রবার বৈঠকে বসছেন ট্রাম্প

এই বৈঠকের মধ্য দিয়ে নিউইয়র্কের কুইন্স বোরোতে বেড়ে ওঠা মামদানি ও ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ নভেম্বর) জানিয়েছেন, তিনি আগামীকাল শুক্রবার নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে বৈঠক করবেন। মামদানির সাম্প্রতিক প্রচারণার সময় ৩৪ বছর বয়সী এই স্বঘোষিত ডেমোক্রেটিকের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় বলেছেন, নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র ‘একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন’ এবং এটি ‘২১ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে’।

এই বৈঠকের মধ্য দিয়ে নিউইয়র্কের কুইন্স বোরোতে বেড়ে ওঠা মামদানি ও ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। তবে মামদানি তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত করেননি।

তীব্র অভিবাসনবিরোধী ট্রাম্প মামদানির দক্ষিণ এশীয় নামকে উপহাস করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহর পরিচালনার জন্য কোনো মুসলিম মেয়র নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছিলেন।

সম্প্রতি তিনি ইচ্ছাকৃতভাবে উগান্ডায় জন্মগ্রহণকারী এই রাজনীতিকের নাম ভুল উচ্চারণ করে বলেছিলেন, ‘মানদামি, তার নাম যাই হোক না কেন।’

তবে মামদানি পিছু হটেননি। চলতি মাসের শুরুতে তার নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয় লাভ করার পর তিনি এক সমাবেশে ৭৯ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ বলার আছে- আওয়াজ বাড়ান।’

পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেন, ট্রাম্প মামদানির বক্তব্য শুনেছিলেন।

সূত্র : এএফপি