মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আরো ৬৫ জন এখনো নিখোঁজ রয়েছে বলে সোমবার (১৩ অক্টোবর) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মেক্সিকোর জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয় (সিএনপিসি)-এর এক বিবৃতি অনুসারে, গত সপ্তাহ থেকে গ্রীষ্মমন্ডলীয় ঝড় প্রিসিলা ও রেমন্ডের কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।
সিএনপিসি জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে ভেরাক্রুজ, পুয়েবলা, হিডালগো, কুয়েরেতারো ও সান লুইস পোটোসি। এসব রাজ্যে ৬৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৬৫ জন এখনো নিখোঁজ রয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার প্রতিদিনের সংবাদ সম্মেলনে পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের সহায়তা করার জন্য জরুরি দলগুলোকে একত্রিত করা হয়েছে।
শেইনবাউম আরো জানান, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে পোশাক, স্বাস্থ্যবিধি পণ্য, সুপেয় পানি ও খাবারসহ প্রয়োজনীয় সরবরাহ আরো দক্ষভাবে নিশ্চিত করার জন্য অতিরিক্ত দল পাঠানো হয়েছে।
মেক্সিকান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যয়ের একটি। যা আড়াই লাখেরও বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। বন্যার ফলে বিভিন্ন অঞ্চলে ৫০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি