মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ল্যাটিন আমেরিকার মাদক কার্টেলের বিরুদ্ধে তার অভিযান মেক্সিকোতেও প্রসারিত করতে পারেন। বার্তাসংস্থা রয়টার্স ও টিভি নেটওয়ার্ক এনবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘মাদক পাচার বন্ধের জন্য আমি কি মেক্সিকোতে অভিযান শুরু করব? আমার এতে কোনো আপত্তি নেই। আমি মেক্সিকোর সাথে কথা বলছি। তারা জানে আমার অবস্থান কী। আমরা মাদকের কারণে লাখ লাখ মানুষ হারাচ্ছি। তাই এখন আমরা সমুদ্রপথ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা প্রতিটি পথ জানি।’
তবে কখন ও কিভাবে এই ধরনের হামলা চালানো হতে পারে সে সম্পর্কে ট্রাম্প কিছু জানাননি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এর আগেও তার দেশের মাটিতে এই ধরনের যেকোনো হামলার বিরোধিতা করেছেন।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাটিন আমেরিকান স্টাডিজের সহযোগী অধ্যাপক জেফ গারমানি বলেন, ‘মেক্সিকো সিটির বিরোধিতা হয়তো আমলে নেয়া হবে না। বেশ কিছু আইনি বাধা রয়েছে, যার মধ্যে কিছু অভ্যন্তরীণ ও অন্যগুলি আন্তর্জাতিক। আন্তর্জাতিক কূটনীতির মৌলিক নীতিমালাও রয়েছে যা আইন না হলেও, জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো মেনে চলে।’
তিনি বলেন, ‘কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ সম্পর্কে এমন কিছু বলা যায় না যে তিনি এই আইন ও প্রোটোকল মেনে চলবেন। তাই, ট্রাম্প যদি মেক্সিকো সরকারের সাথে আলোচনায় না গিয়েই হামলা শুরু করে তাহলে এতে আমি অবাক হবো না।’
দুই সপ্তাহ আগে এনবিসি দুই সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, হোয়াইট হাউস মেক্সিকোতে একটি স্থল অভিযানের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। এটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যৌথভাবে পরিচালিত হবে। এই অভিযান মেক্সিকোতে মাদকের গুদাম ও কার্টেল সদস্যদের বিরুদ্ধে ড্রোন হামলার ওপর জোর দিবে।
সোমবার হোয়াইট হাউসে তার বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের কাছে ইতোমধ্যেই লক্ষ্যবস্তুর একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রতিটি পথ জানি। আমরা প্রতিটি মাদক সম্রাটের ঠিকানা জানি। আমরা তাদের প্রত্যেকের সম্পর্কে সবকিছু জানি।’
সূত্র : আল জাজিরা



