শি’র সাথে বৈঠকের আগে মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অন্যান্য দেশগুলো পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণ করায়, আমি যুদ্ধ বিভাগকে সমান ভিত্তিতে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৈঠকে বসার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবারো শুরু করার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, তিনি মার্কিন যুদ্ধ বিভাগকে ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অন্যান্য দেশগুলো পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণ করায়, আমি যুদ্ধ বিভাগকে সমান ভিত্তিতে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি।’

তিনি আরো বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি পারমাণবিক অস্ত্র আছে। অন্যান্য দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, আর ‘অনেক পেছনে তৃতীয় স্থানে’ রয়েছে চীন। তবে পাঁচ বছরের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচী সমপর্যায়ে চলে আসবে।

ট্রাম্প তার বার্তায় পারমাণবিক অস্ত্রের ‘অত্যন্ত ধ্বংসাত্মক ক্ষমতার’ কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার হালনাগাদ ও সংস্কার করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

সূত্র : বিবিসি