প্রশান্ত মহাসাগরে নৌযানে আবারো মার্কিন হামলা, নিহত ৪

একটি ভিডিও দেখা যায়, বহু-ইঞ্জিনযুক্ত একটি নৌযান দ্রুতগতিতে পানির ওপর দিয়ে যাচ্ছে। এরপর বিস্ফোরণ হয় এবং নৌযানটি আগুনে পুড়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার আবারো প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়েছে। এতে চার জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে নৌযানগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ৮৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সেপ্টেম্বরের শুরুর দিকে মার্কিন বাহিনী একটি জাহাজের ধ্বংসাবশেষকে লক্ষ্য করে ফের হামলা চালায়। ওই জাহাজে প্রথম হামলায় বেঁচে যাওয়া দুই জন ব্যক্তি দ্বিতীয়বারের হামলায় নিহত হয়। জীবিত ব্যক্তিকে হত্যা করার ঘটনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশেষভাবে সমালোচনার মুখে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার ফুটেজ দেখেছেন এমন একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতা বলেন, এতে দেখা গেছে, মার্কিন বাহিনী ‘জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া নাবিকদের’ ওপর হামলা চালিয়েছে। অন্যরা একে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, ‘সবশেষ হামলাটি আন্তর্জাতিক পানিসীমায় একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত নৌযানকে লক্ষ্য করে চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে, নৌযানটি অবৈধ মাদক বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল।’

ওই বার্তায় আরো বলা হয়, ‘নৌযানটিতে থাকা চার জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়।’

একটি ভিডিও দেখা যায়, বহু-ইঞ্জিনযুক্ত একটি নৌযান দ্রুতগতিতে পানির ওপর দিয়ে যাচ্ছে। এরপর বিস্ফোরণ হয় এবং নৌযানটি আগুনে পুড়ে যায়।

সূত্র : বাসস