দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক ঘণ্টা ৪০ মিনিট বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, তারা একটি সমঝোতায় পৌঁছেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চীনের পণ্যের ওপর শুল্কের পরিমাণ ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিনিময়ে চীন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সরবরাহের পাশাপাশি প্রচুর পরিমাণ সয়াবিন কিনবে এবং ফেন্টানিল চোরাকারবারের ওপর নজর রাখবে।
তিনি বলেন, বিরল খনিজ নিয়ে যে সমস্যা ছিল তা মিটে গেছে। এটা বিশ্বের জন্য সুখবর। এর আগে চীন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সরবরাহ করার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। তবে ট্রাম্প এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি শুধু জানিয়েছেন, চীনের পক্ষ থেকে আর কোনো বাধা নেই।
তিনি আরো জানান, ফেন্টানিলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করতে তিনি রাজি হয়েছেন। এই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ মিটে গেছে বলে তিনি দাবি করেন। ফেন্টানিল তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসের উপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল। সেটাও কমানো হবে।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে চীন বিপুল পরিমাণে সয়াবিন কিনবে। আমি এই সিদ্ধান্ত সমর্থন করছি।’
তিনি আরো বলেন, বৈঠকে তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া এআই চিপ নিয়ে যে সমস্যা হয়েছে, সেই বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সিইও-র সাথে কথা বলবে চীন।
তিনি জানান, আগামী এপ্রিলে তিনি চীন সফরে যাবেন। তারপর শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন। এছাড়াও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও তিনি দেখা করতে আসবেন বলে জানান।
সূত্র : ডয়চে ভেলে



