ইলন মাস্ককে ১ ট্রিলিয়ন ডলার পারিশ্রমিক দেবে টেসলা

আগামী দশকে মাস্ককে তার পারিশ্রমিক সর্বাধিক করার জন্য টেসলার বর্তমান বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে তুলতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইলন মাস্ক
ইলন মাস্ক |সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারহোল্ডাররা বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে ইলন মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। টেসলার বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়।

নতুন চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে টেসলার বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। যদি তিনি তা করেন এবং অন্যান্য লক্ষ্য পূরণ করেন, তাহলে কয়েক মিলিয়ন নতুন শেয়ার পাওয়ার সুযোগ পাবেন।

পারিশ্রমিকের পরিমাণ নিয়ে সমালোচনা উঠলেও টেসলা বোর্ড যুক্তি দিয়েছে, প্রস্তাবটি বাতিল হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন, যার ধাক্কা তারা সামলে উঠতে পারবেন না।

আগামী দশকে মাস্ককে তার পারিশ্রমিক সর্বাধিক করার জন্য টেসলার বর্তমান বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে তুলতে হবে। পাশাপাশি ১০ লাখ স্বয়ংক্রিয় ‘রোবোট্যাক্সি’ গাড়ি বাণিজ্যিকভাবে চালু করতে হবে।

তবে বৃহস্পতিবারের অনুষ্ঠানে মাস্ক মূলত তার মানবাকৃতির রোবট ‘অপটিমাস’ নিয়ে কথা বলেন, যা অনেক বিশ্লেষক ও বিনিয়োগকারীকে হতাশ করে। তারা চান মাস্ক কোম্পানির বৈদ্যুতিক যানবাহন ব্যবসা পুনরুজ্জীবিত করার দিকে মনোনিবেশ করুক।

বৃহস্পতিবারের সভার পর টেসলার শেয়ারদর সামান্য বেড়েছে। যদিও গত ছয় মাসে কোম্পানির শেয়ারমূল্য ৬২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস্ক জোট বাঁধার পর থেকে বিক্রি কমেছে।

মাস্ক বর্তমানে টেসলার ১৩ শতাংশ শেয়ারের মালিক। এর আগেও কোম্পানির বাজার মূল্য দশগুণ বৃদ্ধির শর্তে শেয়ারহোল্ডাররা দু’বার কয়েক বিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন করেছিলেন- সেই শর্ত তিনি পূরণ করেছিলেন। কিন্তু ডেলাওয়ার অঙ্গরাজ্যের এক বিচারক সেই চুক্তি বাতিল করে দেন।

সূত্র : বিবিসি