ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সাথে বৈঠকে ২১-দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের মতে, ওই বৈঠকে সংঘাতের অবসান ঘটাতে পারে এমন একটি চূড়ান্ত প্রস্তাবে কিভাবে একমত হওয়া যায় সে বিষয়ে নেতাদের মধ্যে মতবিনিময় হয়েছে।
এদিকে, বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ‘আমাদের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা গাজায় শান্তির জন্য ট্রাম্পের ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি এটি ইসরাইলি উদ্বেগের পাশাপাশি এই অঞ্চলের সব প্রতিবেশীর উদ্বেগের সমাধান করবে। আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা কোনো ধরনের অগ্রগতি ঘোষণা করতে সক্ষম হব।’
মার্কিন প্রস্তাবিত পরিকল্পনায় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে সব পণব্ন্দীদের মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতি। এক সূত্র জানিয়েছে, হামাস ছাড়া গাজা কিভাবে পরিচালিত হতে পারে তার একটি রূপরেখা দেয়া হয়েছে এবং ইসরাইলের গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
অপরদিকে দুই আঞ্চলিক কূটনীতিকের মতে, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনার বৃহৎ অংশকে সমর্থন করেছেন। তবে তারা গাজার যেকোনো চূড়ান্ত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার জন্য বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন।
এর মধ্যে রয়েছে পশ্চিমতীরকে ইসরাইলের সাথে সংযুক্ত না করা, জেরুসালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধের অবসান ঘটানো, হামাসের হাতে আটক সব পণবন্দীকে ফিরিয়ে আনা, গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং ইসরাইলিদের অবৈধ বসতি স্থাপনের সমাধান করা।
সূত্র : সিএনএন