নাইজেরিয়ায় মার্কিন সেনা মোতায়েন ও বিমান হামলার হুমকি দিলেন ট্রাম্প

শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২ নভেম্বর) বলেছেন, পশ্চিম আফ্রিকার দেশটিতে বিপুল সংখ্যক খ্রিস্টান হত্যা বন্ধ করতে নাইজেরিয়ায় মার্কিন সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে অথবা বিমান হামলা চালানো হতে পারে।

নাইজেরিয়ায় স্থলভাগে সেনা মোতায়েনের কথা ভাবছেন না কি বিমান হামলার কথা ভাবছেন, জানতে চাইলে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘হতে পারে। মানে, আরো অনেক কিছু হতে পারে। আমি অনেক কিছুই ভাবছি। নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে। তারা খ্রিষ্টানদের হত্যা করছে, এবং খুব বড় পরিসরে হত্যা করছে। আমরা তা হতে দেব না।’

সপ্তাহান্তে ফ্লোরিডায় নিজ বাড়িতে ছুটি কাটিয়ে রোববার ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

এর আগে, শনিবার ট্রাম্প দবি করেছিলেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। তিনি হুমকি দিয়ে বলেছিলেন, যদি হত্যাকাণ্ড বন্ধ করতে নাইজেরিয়া ব্যর্থ হয়, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে।

ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির একদিন আগেই তার প্রশাসন নাইজেরিয়াকে ‘বিশেষ উদ্বেগের দেশের’ তালিকায় যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের মতে, দেশগুলো ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে। তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।

সূত্র : রয়টার্স