মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য আলোচনা শুরু করেছে ভেনিজুয়েলা। দেশটি গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাহিনী নিকোলাস মাদুরোকে আটক এবং দেশটির প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার কয়েক দিন পর এ আলোচনা শুরু হয়।
বামপন্থী নেতার আটক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকার দেশটির ‘দায়িত্বে’ থাকার দাবির পর এটি সহযোগিতার সর্বশেষ লক্ষণ।
কর্মকর্তারা জানান, দেশটির দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা কারাকাসে অবস্থান করছেন। এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল অপরিশোধিত তেল মজুতে প্রবেশের পরিকল্পনা নিয়ে তেল কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার ‘যুক্তরাষ্ট্রের সরকারের সাথে একটি প্রাথমিক কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য উভয় দেশে কূটনৈতিক মিশন পুনঃপ্রতিষ্ঠা করা।’
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রতিবেশী কলম্বিয়ায় নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক জন ম্যাকনামারা এবং অন্যান্য কর্মকর্তারা ‘পর্যায়ক্রমে’ কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা যাচাই করতে একটি প্রাথমিক মূল্যায়ন পরিচালনার জন্য কারাকাসে গিয়েছেন।’
ভেনিজুয়েলা জানিয়েছে, এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তারা ওয়াশিংটনে একটি প্রতিনিধিদল পাঠাবে।
এক বিবৃতিতে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চালানো ‘গুরুতর, অপরাধমূলক ও অবৈধ আক্রমণের’ নিন্দা জানিয়েছেন এবং অঙ্গীকার করেন, ‘ভেনিজুয়েলা কূটনৈতিক পথেই এই আগ্রাসনের মোকাবিলা চালিয়ে যাবে।’
সূত্র : বাসস



