ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে সামরিক ঘাঁটির শয়নকক্ষ থেকে অপহরণ করেছে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে তাদের শয়নকক্ষ থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে মার্কিন ডেল্টা ফোর্স। এ সময় মাদুরো দম্পতি কারাকাসের উচ্চ-নিরাপত্তাযুক্ত ফোর্ট টিউনা সামরিক কম্পাউন্ডে ঘুমিয়ে ছিলেন। এই অভিযানে ডেল্টা ফোর্সকে সহায়তা করেছে এফবিআই। ফলে ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে অভিযানটি শেষ হয়ে যায়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের সময় যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি।
সূত্র : সিএনএন ও অন্যান্য



