যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ‘নতুন এ প্রশাসনের প্রথম দিনে, যখন বহু মানুষের ঘর ভাড়া পরিশোধ করতে হবে, তখন পদক্ষেপ নিতে আমরা অপেক্ষা করব না।’
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তিনি ব্রুকলিনের একটি ভাড়া-স্থিতিশীল ভবনে তিনটি নির্বাহী আদেশ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে আবাসন নীতি সংক্রান্ত দু’টি নতুন সিটি টাস্ক ফোর্স গঠন, আবাসনের জন্য শহরের মালিকানাধীন জমির তালিকা এবং উন্নয়নের গতি বাড়ানোর উপায় চিহ্নিত করা।
মামদানির জন্য ক্রয়ক্ষমতা বার্তার কেন্দ্রবিন্দুতে আবাসন নীতি রয়েছে। তার স্বাক্ষরিত প্রচারণার প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি ছিল শহরের ভাড়া স্থিতিশীল অ্যাপার্টমেন্টের ভাড়া স্থগিত করা, যা শহরের মোট ভাড়া বাসার প্রায় অর্ধেক।
মামদানির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল, নিউইয়র্ক সিটিতে করপোরেট করের হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫ শতাংশ করা, যা প্রতিবেশী স্টেট নিউ জার্সির সমান এবং যারা বছরে ১০ লাখ ডলারের বেশি আয় করেন তাদের ওপর ২ শতাংশ কর বৃদ্ধি করা। এছাড়া যেকোনো কর পরিকল্পনা এগিয়ে নিতে গভর্নরের অনুমোদনের প্রয়োজন হবে।
মামদানি শপথ গ্রহণ অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স বলেন, ‘ধনী ও বড় করপোরেশনগুলোকে তাদের ন্যায্য কর প্রদান শুরু করার দাবি উগ্রবাদী নয়। যখন সমর্থকরা ‘ধনীদের ওপর কর আরোপ করুন‘ স্লোগান দিচ্ছিল, এটি একেবারেই সঠিক কাজ।’
রাজনৈতিক অভিষেক অনুষ্ঠানগুলো সাধারণত বেশ গম্ভীর বা আবেগহীন আনুষ্ঠানিকতাপূর্ণ হয়ে থাকে। তবে মেয়র পদের জন্য প্রচারণার মতো, মামদানি তার শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে সে চিরাচরিত ধারা বদলে দিয়েছেন।
টাইমস স্কোয়ারে যখন ২০২৬ সালের সূচনা হবে, মামদানি নিউইয়র্ক সিটি হলের ঐতিহাসিক ল্যান্ডমার্ক সাবওয়ে স্টেশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন।
নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস শপথবাক্য পাঠ করান। ট্রানজিট হাবের একটি সিঁড়িতে স্ত্রী রামা দুওয়াজির পাশে দাঁড়িয়ে মামদানি এ শপথ নেন। উল্লেখ্য, এ স্টেশনটি ১৯৪৫ সাল থেকে যাত্রী পরিষেবার জন্য ব্যবহার করা হয়নি। শপথ গ্রহণের জন্য তিনি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা একটি ঐতিহাসিক কুরআন এবং তার দাদার একটি কুরআন ব্যবহার করেছিলেন।
এরপর নববর্ষের দিনে সিটি হলের সিঁড়িতে জনসমক্ষে আবারও শপথ নেন মামদানি। তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার সমর্থক লোয়ার ম্যানহাটনে জড়ো হন। সিটি কম্পট্রোলার মার্ক লেভিন ও পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসও একই অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র: আল জাজিরা



