ভারত-পাকিস্তান যুদ্ধে ৮টি বিমান ধ্বংস হয়েছিল : ট্রাম্প

ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সাত বা আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে আবারো মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ নভেম্বর) তিনি দাবি করেছেন, সংঘর্ষের সময় মূলত আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে গত ২২ এপ্রিলের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর কয়েক দশকের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছিল। নয়াদিল্লি পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

সংঘর্ষের সময় ভারতের তিনটি রাফায়েলসহ সাতটি যুদ্ধবিমান ও কয়েক ডজন ড্রোন ভূপাতিত করে পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

বুধবার মায়ামিতে ‘আমেরিকা বিজনেস ফোরামে’ ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সাত বা আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। একটি সংবাদমাধ্যম দাবি করেছে, সাতটি বিমান ভূপাতিত হয়েছে এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমি এখানে কোনো সংবাদমাধ্যমের নাম নেব না। তবে তাদের বেশিভাগই মিথ্যা খবর প্রকাশ করে। বাস্তবে, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধে আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ বন্ধে তার প্রচেষ্টার কথা স্মরণ করে ট্রাম্প বলেন, তিনি পাকিস্তান ও ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাঝামাঝি সময়ে শুনতে পান, প্রতিবেশী দুই দেশ ‘যুদ্ধে জড়িয়ে পড়েছে’ এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন যে যুদ্ধে জড়ালে তার প্রশাসন উভয় দেশের সাথেই কোনো চুক্তি করবে না।

তিনি বলেন, ‘আমি তাদের উভয়ের সাথে একটি বাণিজ্য চুক্তির মাঝমাঝি ছিলাম। তারপর আমি একটি নির্দিষ্ট সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পড়লাম তারা যুদ্ধে জড়িয়েছে। সাত বা আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। মূলত আটটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’

এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ‘সাতটি নতুন এবং সুন্দর বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল’। তিনি ওই সংঘর্ষে নয়াদিল্লির ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।

সূত্র : জিও নিউজ