মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য সম্পর্কের সমালোচনা করেছেন। তিনি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠককে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘মোদিকে শি জিনপিং ও পুতিনের সাথে এতো ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক। আমি জানি না তিনি কী ভাবছেন। আশা করি তিনি বুঝতে পারবেন যে তার আমাদের সাথে থাকা উচিত, রাশিয়ার সাথে নয়।’
এর আগে, গত রোববার চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে মোদি রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। এর ঠিক একদিন পরই নাভারোর এই মন্তব্য করলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপ করার পর থেকে, হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা প্রায়শই মস্কোর সাথে দিল্লির অব্যাহত অপরিশোধিত তেল বাণিজ্যের সমালোচনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, তেল বিক্রির আয় ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো।
এর আগে, নাভারো এক মন্তব্যে ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, ‘ভারতের সমস্যা দুই দিক থেকে- ২৫ শতাংশ শুল্ক অন্যায্য বাণিজ্যের কারণে, আর বাকি ২৫ শতাংশ রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে। ভারত বারবার এই অভিযোগ অস্বীকার করে চলেছে। অথচ প্রমাণ আছে, তারা রাশিয়া থেকে তেল কিনছেই।’
সূত্র : এনডিটিভি