টমাহক ছাড়াই হোয়াইট হাউস থেকে ফিরলেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি তাদের এর প্রয়োজন হবে না। আশা করি আমরা টমাহকের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারব। আমি মনে করি আমরা যুদ্ধ শেষের বেশ কাছাকাছি পৌঁছে গেছি।’

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত নন বলে ইঙ্গিত দিয়েছেন। এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে।

দ্বিপক্ষীয় আলোচনার পর জেলেনস্কি বলেছেন, তিনি ও ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বললেও এ বিষয়ে কোনো বিবৃতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ পরিস্থিতি আরো খারাপ হোক, যুক্তরাষ্ট্র তা চায় না।

বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভ ও মস্কোকে ‘তারা যেখানে আছে সেখানেই থামার’ এবং যুদ্ধ শেষ করার আহ্বান জানান। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলার এবং শিগগিরই হাঙ্গেরিতে তার সাথে দেখা করার বিষয়ে সম্মত হওয়ার একদিন পর ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক হয়।

জেলেনস্কি বিশ্বাস করেন, রাশিয়ার তেল ও জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালানোর জন্য টমাহক ব্যবহার করলে পুতিনের যুদ্ধ অর্থনীতি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়বে। ট্রাম্প এর সম্ভাবনা উড়িয়ে না দিলেও শুক্রবার জেলেনস্কির সাথে হোয়াইট হাউসের বৈঠকে তার বক্তব্য ছিল অস্পষ্ট।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি তাদের এর প্রয়োজন হবে না। আশা করি আমরা টমাহকের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারব। আমি মনে করি আমরা যুদ্ধ শেষের বেশ কাছাকাছি পৌঁছে গেছি।’

তিনি এই ক্ষেপনাস্ত্রকে ‘একটি বড় ব্যাপার’ হিসেবে বর্ণনা করে বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য এগুলো প্রয়োজন। ইউক্রেনে টমাহক সরবরাহ করলে সংঘাত আরো তীব্র হতে পারে, তবে সেগুলি পাঠানোর বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

সূত্র : বিবিসি