ইরান-সমর্থিত চারটি সশস্ত্র গোষ্ঠীকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
তালিকায় যুক্ত হওয়া চার সংগঠন হলো হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ওই চারটি গোষ্ঠীকে এর আগে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা ২০২৩ সালেও এই তালিকায় ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ভুয়া নাম বা প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে এই ধরনের হামলা চালায় তারা।
সূত্র : রয়টার্স