চিলির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় থাকা মধ্য-বামপন্থী সরকারকে পরাজিত করে দেশটির ৩৮তম প্রেসিডেন্ট হয়েছেন উগ্র-ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্ট।
রোববার (১৪ ডিসেম্বর) প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, ৫৮ শতাংশ ভোট পেয়ে কাস্ট জয়ী হয়েছেন। তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ও সাবেক শ্রমমন্ত্রী জিনেট জারাকে পরাজিত করেছেন।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জারা ও তার জোট ইউনিটি ফর চিলি পরাজয় মেনে নিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘গণতন্ত্র স্পষ্ট ও জোরালোভাবে কথা বলেছে। চিলির কল্যাণের জন্য আমি নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভকামনা জানিয়েছি।‘
তিনি আরো বলেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন এবং আমাদের প্রার্থিতা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তাদের নিশ্চিত করছি যে আমরা আমাদের দেশে একটি উন্নত জীবন গড়ে তোলার জন্য কাজ চালিয়ে যাব। আমরা সবসময়ের মতো ঐক্যবদ্ধ ও শক্তিশালী থাকব।‘
এদিকে, কাস্ট তার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বিজয় ভাষণে নির্বাচনের ফলাফলকে তার রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ‘বিস্তৃত ম্যান্ডেট‘ হিসেবে স্বাগত জানিয়েছেন।
এই ফলাফল ল্যাটিন আমেরিকার কট্টর ডানপন্থীদের সাম্প্রতিক বিজয়ের ধারাবাহিকতাকেই তুলে ধরছে। বিগত কয়েক বছরে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মতো দেশে একসময় রাজনৈতিক বহিরাগত হিসেবে বিবেচিত ডানপন্থী নেতারা ক্ষমতায় গেছেন।
সূত্র: আল জাজিরা



