বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না হওয়ায় যুক্তরাজ্যের সাথে স্বাক্ষরিত ৪১.৬ বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে ঐতিহাসিক এই প্রযুক্তি চুক্তি যুক্তরাজ্যের বৃহত্তর বাণিজ্য বাধা সম্পর্কে মার্কিন উদ্বেগের কারণে স্থগিত করা হয়েছে। সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় যখন এই চুক্তির ঘোষণা করা হয়েছিল, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ৪১.৬ বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি প্রজন্মগত পরিবর্তনের পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছিলেন।
প্রতিবেদনে একজন সরকারি মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ’যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক মজবুত রয়েছে এবং যুক্তরাজ্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে প্রযুক্তিগত সমৃদ্ধি চুক্তি উভয় দেশের পরিশ্রমী মানুষের জন্য সুযোগ প্রদান করবে।’
এর আগে, দ্য ফিনান্সিয়াল টাইমস (এফটি) জানিয়েছিল, লন্ডনের সাথে বাণিজ্য আলোচনার অগ্রগতি নিয়ে ওয়াশিংটনে ক্রমবর্ধমান হতাশার মধ্যে যুক্তরাষ্ট্র চুক্তিটি স্থগিত করেছে। ব্রিটিশ কর্মকর্তারা সোমবার নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে চুক্তিটি স্থগিত করেছে। একজন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন প্রযুক্তিগত অংশীদারিত্বের বাইরে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যের ছাড়ের জন্য চাপ দিচ্ছে।
আলোচনার নিয়ে অবগত একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, খাদ্য ও শিল্প পণ্য নিয়ন্ত্রণকারী নিয়মকানুনসহ তথাকথিত অ-শুল্ক বাধা মোকাবেলায় ব্রিটেনের অনীহায় মার্কিন কর্মকর্তারা ‘ক্রমবর্ধমানভাবে হতাশ’ হয়ে উঠছেন।
নিউইয়র্ক টাইমস এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, উভয়পক্ষের মধ্যে ’বৃহত্তর মতবিরোধ’ রয়েছে। এর মধ্যে ডিজিটাল নিয়ন্ত্রণ ও খাদ্য সুরক্ষা বিধি অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



