কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

গতকাল সন্ধ্যায় বেলেমের সম্মেলনস্থলের মূল ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে ঢোকার চেষ্টা করেন।

নয়া দিগন্ত অনলাইন

ব্রাজিলে চলমান কপ৩০ জলবায়ু সম্মেলনে মঙ্গলবার (১১ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর সাথে ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষে হয়েছে। জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে সহিংসতার এমন ঘটনা বিরল। এতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

ব্রাজিল থেকে এএফপি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় বেলেমের সম্মেলনস্থলের মূল ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় তাদের সাথে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়।

জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ঘটনায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলের কিছুটা ক্ষতি হয়েছে। ব্রাজিল ও জাতিসঙ্ঘের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত প্রটোকল অনুসরণ করে সম্মেলনস্থল সুরক্ষিত করেছেন।’

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাকর্মীরা সম্মেলনের কেন্দ্রে থাকা উচ্চপর্যায়ের ‘ব্লু জোন’-এর প্রবেশপথ টেবিল ও চেয়ার দিয়ে ব্যারিকেড দেন। কপ৩০ সম্মেলনস্থলের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জাতিসঙ্ঘ। আর বাইরের নিরাপত্তা দেখভাল করছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনার পর জাতিসঙ্ঘের পুলিশ সদস্যরা সম্মেলনস্থলে থাকা লোকজনকে বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এলাকা খালি করতে বলেন।

পারা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়াও সান্তিয়াগো বলেন, ‘আদিবাসী আন্দোলনের কর্মীরা ব্লু জোনে ঢুকে তাদের দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঢুকতে দেয়া হয়নি।’

বিক্ষোভে অংশ নেয়া ‘রেডে সাসটেন্টাবিলিদাদে বাহিয়া অ্যাসোসিয়েশন’-এর মারিয়া ক্লারা বলেন, তিনি আদিবাসীদের দুর্দশার দিকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন। তিনি বলেন, ‘এই কণ্ঠগুলো উপেক্ষিত। কপ৩০ শেষ হয়ে যাবে, কিন্তু ধ্বংস চলতেই থাকবে। তাই এই প্রতিবাদ জানাতেই তারা ভেতরে ঢুকেছিলেন।’

জাতিসঙ্ঘের মুখপাত্র জানান, সম্মেলনস্থল এখন পুরোপুরি সুরক্ষিত। কপ৩০ আলোচনা চলমান রয়েছে। ব্রাজিলীয় ও জাতিসঙ্ঘ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

সূত্র : বাসস