ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডার অন্টারিও প্রদেশের সম্প্রচারিত বিজ্ঞাপনটি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি। তিনি ক্ষুব্ধ হয়েছেন।’

নয়া দিগন্ত অনলাইন
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি |সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্কবিরোধী বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন। এই বিজ্ঞাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা বন্ধ ঘোষণা করেছেন।

শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে কার্নি জোর দিয়ে বলেছেন, কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সাথে আলোচনার জন্য দায়িত্ব তারই।

কানাডার অন্টারিও প্রদেশের সম্প্রচারিত বিজ্ঞাপনটি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি। তিনি ক্ষুব্ধ হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সাথে সম্পর্ক রক্ষার দায়িত্ব আমারই এবং যুক্তরাষ্ট্রের সরকারের সাথে বৈদেশিক সম্পর্কের বিষয়টি দেখভাল করার দায়িত্ব ফেডারেল সরকারের। ভালো-মন্দ ঘটনা তো ঘটেই। তাই, আমি ক্ষমা চেয়েছি।’

ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক চাপের ফলে যুক্তরাষ্ট্র-কানাডার সম্পর্কের অবনতি হয়েছে। তিনি তার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন।

অন্টারিওর বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ১৯৮০-এর দশকের একটি বক্তৃতা ছিল। ওই বক্তৃতায় রিগ্যান বলেছিলেন, শুল্ক ‘ভয়াবহ বাণিজ্য যুদ্ধ’। এটি দেশকে বেকারত্বের দিকে নিয়ে যেতে পারে। এই বিজ্ঞাপনের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আরো অবনতি হয়।

এর জেরে ট্রাম্প প্রশাসন কানাডার সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ওয়াশিংটনের দাবি, বিজ্ঞাপনে রিগ্যানের মতামতকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ট্রাম্পের শুল্কনীতির ওপর মার্কিন সুপ্রিম কোর্টের আসন্ন সিদ্ধান্তকে অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপনটির সম্প্রচার তাৎক্ষণিকভাবে প্রত্যাহার না করার জন্য মার্কিন সরকার কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

এদিকে, শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, কার্নি ক্ষমা চাওয়া সত্ত্বেও কানাডার সাথে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার পরিকল্পনা তার নেই।

তিনি বলেন, ‘তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল।’

সূত্র : আল জাজিরা