চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু

নতুন ফিচার ‘অ্যাপস এসডিকে’ বিভিন্ন অ্যাপের সাথে চ্যাটজিপিটিকে যুক্ত হতে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক বাছাই করতে, রিয়েল এস্টেট খুঁজতে, হোটেল ও ফ্লাইট বুকিং দিতে পারবে।

নয়া দিগন্ত অনলাইন
ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান
ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান |সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটির জন্য নতুন একটি ফিচার চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্পটিফাই, বুকিং ডটকম-এর মতো জনপ্রিয় অ্যাপের সাথে সরাসরি কাজ করতে পারবে। সোমবার (৬ অক্টোবর) এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এ তথ্য জানিয়েছে।

সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানিয়েছে, ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন ফিচার চালুর ঘোষণা করেন।

নতুন ফিচার ‘অ্যাপস এসডিকে’ বিভিন্ন অ্যাপের সাথে চ্যাটজিপিটিকে যুক্ত হতে সহায়তা করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক বাছাই করতে, রিয়েল এস্টেট খুঁজতে, হোটেল ও ফ্লাইট বুকিং দিতে পারবে।

প্রাথমিক অংশীদার হিসেবে সোমবার থেকে বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সাথে কাজ শুরু করেছে। এই মুহূর্তে প্রতিষ্ঠানগুলোর যেসব মার্কেটে তাদের কার্যক্রম রয়েছে, সেখানে এই ফিচার ব্যবহার করা যাবে।

বছরের শেষের দিকে আরো কয়েকটি অংশীদার যেমন উবার, অলট্রেইলস ও ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। তবে, এই ফিচার এখনই ইউরোপে পাওয়া যাবে না। কারণ, সেখানে এআই টুল ব্যবহারের নিয়ম বেশি কঠোর।

এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরো শক্তিশালী হবে। ব্যবহারকারীরা এখন ম্যাপ, প্লেলিস্টের মতো ইন্টারঅ্যাক্টিভ ফিচারও চ্যাটের মধ্যে ব্যবহার করতে পারবে।

চ্যাটের প্রাসঙ্গিকতা অনুযায়ী চ্যাটজিপিটি প্রয়োজনীয় অ্যাপ সম্পর্কে পরামর্শও দিতে পারবে। যেমন- কেউ নতুন বাড়ি কেনার কথা বললে, চ্যাটজিপিটি জিলো অ্যাপ ব্যবহার করে ইন্টারঅ্যাক্টিভ ম্যাপের মাধ্যমে বাজেট অনুযায়ী লিস্টিং দেখাতে পারবে।

সূত্র : বাসস