উত্তর কোরিয়ায় ভুল অভিযানে বেসামরিক নাগরিক হত্যা করল মার্কিন নৌ সিল

রাতে অভিযানের সময় ভুলবশত শামুক ধরতে ডুব দেয়া কয়েকজন জেলেকে মার্কিন সেনারা গুলি করে হত্যা করে। নিহতদের লাশ পানিতে ডুবিয়ে গোপন করার চেষ্টাও করা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন নৌবাহিনী
মার্কিন নৌবাহিনী |আল জাজিরা

২০১৯ সালে মার্কিন নৌবাহিনীর সিল টিম–৬ উত্তর কোরিয়ায় এক গোপন অভিযানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে সিলরা উত্তর কোরিয়ার উপকূলে শ্রবণ যন্ত্র স্থাপনের চেষ্টা চালায়। তবে রাতে অভিযানের সময় ভুলবশত শামুক ধরতে ডুব দেয়া কয়েকজন জেলেকে মার্কিন সেনারা গুলি করে হত্যা করে। নিহতদের লাশ পানিতে ডুবিয়ে গোপন করার চেষ্টাও করা হয়েছিল।

সূত্রটি আরো জানায়, এই তথ্য তারা সরকারি কর্মকর্তা, সামরিক সূত্র ও ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাসহ একাধিক সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করেছে।

তবে ট্রাম্প নিজে এই অভিযানের ব্যাপারে কোনোকিছু জানেন বলে স্বীকার করেন না। অবশ্য উত্তর কোরিয়া এ ঘটনার বিষয়ে তখন কিংবা এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সূত্র : আল জাজিরা