মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২

টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

নয়া দিগন্ত অনলাইন

মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী পানিসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। দেশটির নৌবাহিনী গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

মেক্সিকান নৌবাহিনীর সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দু’জন নিহত হয়েছেন।

বিধ্বস্ত বিমানের ভেতরে থাকা আরো দুইজনকে উদ্ধারের জন্য মার্কিন কোস্টগার্ডের সাথে সমন্বয় করে প্রচেষ্টা চলছে। টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিশেষায়িত চিকিৎসা পরিবহন মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের সেবায় নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সাথে সমন্বয় করে পরিচালিত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা থেকে উড্ডয়ন করেছিল।

সূত্র : বাসস