টেসলার প্রধান ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ওভাল অফিসে শুক্রবার (৩০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানিয়েছেন। তবে মাস্ক বিদায় নিলেও পরোক্ষভাবে ট্রাম্প প্রশাসনে যুক্ত থাকার আশ্বাস দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের বিদায় উপলক্ষে শুক্রবার ওভাল অফিসে এক যৌথ সংবাদ সম্মেলেনের আয়োজন করা হয়। এ সময় ট্রাম্প ডিওজিইর কাজকে সমর্থন করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, এটি মাস্ক ছাড়াও অব্যাহত থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মাস্ক আসলেই যাচ্ছেন না। তিনি হোয়াইট হাউসে পরোক্ষভাবে কাজ চালিয়ে যাবেন। মাস্ক সবসময়ই প্রশাসনের সাথেই থাকবেন।
এদিন মাস্কও জানিয়েছেন, সরকারি খাতে আরো পরিবর্তনের জন্য তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি মাস্কের নেতৃত্বে ফেডারেল প্রশাসনের নানা দফতরে এক আদর্শিক রকমের খড়্গ চালিয়েছে, লক্ষাধিক কর্মী ছাঁটাই করা হয়েছে। কয়েক হাজার কর্মসংস্থান ও বহু সরকারি প্রকল্প বাতিল করে গত চার মাস ট্রাম্প প্রশাসনে মাস্ক আলোচনার কেন্দ্রে ছিলেন। যদিও প্রতিশ্রুত সাশ্রয়ের পুরোটা পূরণ হয়নি।
এ দফতরের আওতায় মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডও বন্ধ করে দেয়া হয়েছে, যার ফলে বৈদেশিক সহায়তায় ব্যাপক কাটছাঁট হয়েছে। সমালোচকদের মতে, এতে বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা লাভবান হতে পারে।
তবে বাস্তবে ডিওজিইর সাফল্য মাস্কের শুরুতে দেয়া বাগাড়ম্বরের ধারে কাছেও যায়নি। তিনি ওয়াশিংটনে একটি রক্ষণশীল ইভেন্টে বলেছিলেন, দুই ট্রিলিয়ন ডলার কেটে ফেলা খুবই সহজ হবে।
ট্রাম্পও জোর গলায় বলেছিলেন, ডিওজিই ‘অপচয় কমাচ্ছে’ এবং নিয়মিত মাস্কের দলে আবিষ্কৃত দুর্নীতির ‘দীর্ঘ তালিকা’ পড়ে শোনাতেন। কিন্তু স্বাধীনভাবে পরিচালিত ‘ডগে ট্র্যাকার’ ওয়েবসাইট অনুযায়ী এই পর্যন্ত মাত্র ১২ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। আর ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিন বলছে, প্রকৃত সাশ্রয় আরো কম। মাত্র দুই বিলিয়ন ডলার।
সূত্র : বাসস