তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, চীন ও পাকিস্তানকেও ট্রাম্প একই আহ্বান জানিয়েছিলেন। হাঙ্গেরি, স্লোভাকিয়াসহ ইউরোপের দেশগুলোকেও রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করেছিলেন তিনি। এর মাধ্যমে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে তুরস্কের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন দু’জনেই এরদোগানকে সম্মান করেন।
এরদোগানকে পাশে নিয়েই ট্রাম্প বলেন, ‘যতদিন না রাশিয়া ইউক্রেন আক্রমণ বন্ধ করছে ততদিন পর্যন্ত আমি চাই তুরস্ক রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুক।’
এর আগে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ন্যাটো দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি হয় তুরস্কর।
তুরস্ক ২০২৩ সালে ন্যাটোর সদস্য হয়। চীন ও ভারতের পর, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে তুরস্ক।
সূত্র : ডয়চে ভেলে