পুতিনের সাথে বৈঠক ঠিক মনে হয়নি : ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছিল না যে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারব, যেখানে আমাদের পৌঁছাতে হবে। তাই আমি এটি বাতিল করেছি। তবে ভবিষ্যতে আমরা এটি করব।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২২ অক্টোবর) বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আসন্ন বৈঠক বাতিল করেছেন কারণ ‘এটি তার কাছে সঠিক মনে হয়নি’।

তিনি হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক বাতিল করেছি। এটা আমার কাছে ঠিক মনে হয়নি।

তিনি বলেন, ‘মনে হচ্ছিল না যে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারব, যেখানে আমাদের পৌঁছাতে হবে। তাই আমি এটি বাতিল করেছি। তবে ভবিষ্যতে আমরা এটি করব।’

এ সময় আলোচনায় অগ্রগতির অভাব নিয়েও ট্রাম্প তার হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে গেলে, যতবারই আমি ভ্লাদিমিরের সাথে কথা বলি, আমাদের ভালো আলোচনা হয়। কিন্তু তারপর কোনো অগ্রগতি হয় না। কিছুই হয় না।’

ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি প্রক্রিয়ায় মস্কোর ‘গুরুতর প্রতিশ্রুতির অভাব’ রয়েছে উল্লেখ করে, রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার ঠিক পরেই তার মন্তব্যটি এলো।

রাশিয়ার বিরুদ্ধে কেন তিনি এখনই নিষেধাজ্ঞা আরোপ করছেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে এখনই সময়। আমরা অনেক অপেক্ষা করেছি।’

তিনি বলেন, ‘এগুলো বিশাল নিষেধাজ্ঞা। আমরা আশা করি এগুলো বেশিদিন থাকবে না। আমরা আশা করি যুদ্ধের মীমাংসা হবে।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি