ভেনিজুয়েলায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুলিয়া রাজ্যের জনবহুল শহর মেনে গ্রান্ডে থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এবং মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে।

নয়া দিগন্ত অনলাইন

ভেনিজুয়েলার পশ্চিম ও উত্তরাঞ্চলে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জুলিয়া রাজ্যের জনবহুল শহর মেনে গ্রান্ডে থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এবং মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে।

তবুও ভূমিকম্পটি কেন্দ্রস্থল থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রাজধানী কারাকাসেও অনুভূত হয়েছে। ভূমিকম্পে কিছু ভবন কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা তাদের ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো উল্লেখযোগ্য হুমকি নেই। তাই কোনো সতর্কতা জারি করা হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে একই এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প অনুভূত হয়েছিল। যা পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আরুবা, কুরাকাও এবং বোনেয়ারেও অনুভূত হয়েছিল।

ভেনিজুয়েলার প্রায় ৮০ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাস করে। কিন্তু ১৯৯৭ সালের পর থেকে দেশটিতে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি। ১৯৯৭ সালে পূর্বাঞ্চলীয় রাজ্য সুক্রেতে ক্যারিয়াকোতে ভূমিকম্পে ৭৩ জন মারা যায়।

এর আগে, ১৯৭৬ সালে কারাকাসে ভূমিকম্পে প্রায় ৩০০ জনের প্রাণহানি হয় ও দুই হাজার মানুষ আহত হয়।

সূত্র : এএফপি