দেশের আকাশসীমা নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘ঔপনিবেশিক হুমকি’ : ভেনিজুয়েলা

ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলা ও তার আশপাশের আকাশসীমা বন্ধ বিবেচিত হবে বলে ঘোষণা দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো |সংগৃহীত

ভেনিজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ বিবেচিত হবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্প। এতে তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দুই দেশের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের ওই মন্তব্য ‘ঔপনিবেশিক হুমকি’র শামিল।

এতে আরো বলা হয়েছে, ‘ভেনিজুয়েলা তার আকাশসীমার সার্বভৌমত্বকে প্রভাবিত করার এই ঔপনিবেশিক হুমকির নিন্দা ও প্রতিবাদ জানায়। এটি ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের, অবৈধ ও অন্যায্য আগ্রাসন।’

এর আগে, শনিবার সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছিলেন, ‘সব বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনিজুয়েলার আকাশসীমা ও এর আশপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ হিসেবে বিবেচনা করুন।’

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক সপ্তাহ ধরে বক্তৃতা বৃদ্ধির মধ্যে এই পোস্টটি প্রকাশিত হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন শীর্ষ কর্মকর্তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এর মধ্যেই ট্রাম্প ঘোষণাটি দেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, তারা মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ভেনিজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। কিন্তু বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, ওয়াশিংটন মাদুরোকে বেআইনিভাবে ক্ষমতা থেকে অপসারণের প্রচেষ্টার ভিত্তি তৈরি করছে বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে এবং মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে নৌযানগুলোতে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা একে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তিনি শিগগিরই ‘স্থলপথে’ ভেনিজুয়েলার মাদক পাচারকে লক্ষ্য করে কাজ শুরু করবেন। এদিকে বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলার জনগণকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না।

সূত্র : আল জাজিরা