নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি

হার্জোগের অফিস জানিয়েছে, তিনি ট্রাম্পকে ‘সর্বোচ্চ সম্মানের সাথে’ দেখেন। তবে ক্ষমা চাইতে হলে প্রাতিষ্ঠানিক নিয়মে আনুষ্ঠানিক আবেদন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে আনুষ্ঠানিকভাবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সম্পূর্ণ ক্ষমা’ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নেতানিয়াহু গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, তিনি ইসরাইলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করেন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহু ‘একটি রাজনৈতিক ও অযৌক্তিক মামলার’ মুখোমুখি হচ্ছেন।

এদিকে হার্জোগের অফিস জানিয়েছে, তিনি ট্রাম্পকে ‘সর্বোচ্চ সম্মানের সাথে’ দেখেন। তবে ক্ষমা চাইতে হলে প্রাতিষ্ঠানিক নিয়মে আনুষ্ঠানিক আবেদন করতে হবে।

নেতানিয়াহু পরে ট্রাম্পকে তার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ‘সব সময়ের মতো, আপনি সরাসরি মূল বিষয়টি তুলে ধরেছেন। নিরাপত্তা জোরদার ও শান্তি সম্প্রসারণের জন্য আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

নেতানিয়াহু ২০২০ সালে প্রথম ইসরাইলি প্রধানমন্ত্রী হিসেবে বিচারের মুখোমুখি হন। প্রথম মামলায় প্রসিকিউটররা অভিযোগ করেন, তিনি প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে সিগার ও শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছিলেন এবং এর বিনিময়ে সুবিধা দিয়েছিলেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে দ্বিতীয় মামলায় অভিযোগ, তিনি তার ইতিবাচক কভারেজের বিনিময়ে একটি ইসরাইলি সংবাদমাধ্যমের প্রচারসংখ্যা বাড়াতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।

তৃতীয় মামলায় প্রসিকিউটররা অভিযোগ করেন, তিনি একটি ইসরাইলি টেলিকম কোম্পানির মালিককে সুবিধা দিতে নিয়ন্ত্রক সিদ্ধান্তে প্রভাব ফেলেছিলেন, যাতে তাদের নিউজ ওয়েবসাইটে তার পক্ষে সংবাদ প্রকাশ করা হয়।

নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলেও আখ্যা দিয়েছেন।

সূত্র : বিবিসি