ভেনিজুয়েলায় হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা নেতানিয়াহুর

ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নয়া দিগন্ত অনলাইন
ট্রাম্প-নেতানিয়াহু
ট্রাম্প-নেতানিয়াহু |সংগৃহীত

ভেনিজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (৪ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে নেতানিয়াহুর ফেসবুকের শুভেচ্ছা পোস্ট উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়। পোস্টে নেতানিয়াহু বলেন, শুভেচ্ছা জানবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য আপনার এই সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে অভিবাদন। আমি আপনার সেনাদের সাহসী দৃঢ় সংকল্পকে স্যালুট জানাই।

উল্লেখ্য, গতকাল শনিবার ভেনিজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে মার্কিন ডেল্টা ফোর্স। অপহৃত প্রেসিডেন্ট এখন নিউইয়র্কের একটি কারাগারে আটক রয়েছে।

সূত্র : আল জাজিরা