নিউইয়র্কে আরব নেতাদের সাথে বৈঠক করবেন ট্রাম্প

আগামী ২৯ সেপ্টেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে এই বৈঠক হতে চলেছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গাজার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কর্মকর্তাদের সাথে বৈঠক তার বৈঠকে বসার কথা রয়েছে।

আগামী ২৯ সেপ্টেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে এই বৈঠক হতে চলেছে।

এছাড়াও ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ অধিবেশনের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধী অবস্থানে রয়েছে।

সূত্র : বিবিসি