তুরস্কের সাথে অমীমাংসিত সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে : মার্কিন রাষ্ট্রদূত

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক শুক্রবার (৬ ডিসেম্বর) আস্থা প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো চার থেকে ছয় মাসের মধ্যে সমাধান হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক |আনাদোলু এজেন্সি

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক শুক্রবার (৬ ডিসেম্বর) আস্থা প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো চার থেকে ছয় মাসের মধ্যে সমাধান হতে পারে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোয়ানের সম্পর্ককে শক্তিশালী ও স্থিতিশীল বলে অভিহিত করেছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে মিলকেন ইনস্টিটিউটের এক সম্মেলনে এ কথা বলেন ব্যারেক।

তিনি ইউরোপীয় ইউনিয়নের পর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম মিত্র হিসেবে তুরস্কের অবস্থানের উপর জোর দিয়ে বলেন, ইউরোপ এই ব্লকে তুরস্কের যোগদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেনি।

ইসরাইল প্রসঙ্গে তিনি দাবি করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ’বৃহত্তর ইসরাইল’ ধারণা অনুসরণ করছেন না। তিনি যুক্তি দেন যে ইসরাইল বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে রয়েছে।

তিনি বলেন, সামরিক উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে কেবল বাণিজ্য ও সমৃদ্ধির মাধ্যমেই এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হতে পারে।

কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিস থ্রু স্যাংশন্স অ্যাক্ট (CAATSA)-এর অধীনে মার্কিন নিষেধাজ্ঞা এবং দীর্ঘস্থায়ী এফ-১৬ ও এফ-৩৫ বিরোধের প্রসঙ্গে টম ব্যারেক বলেন, এই বিতর্ক এক দশক ধরে চলছে।

তিনি উল্লেখ করেন, ট্রাম্প নিষেধাজ্ঞাগুলোকে অর্থহীন বলে মনে করেন এবং তুরস্কের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা এবং ইউক্রেনে ড্রোন রফতানি সম্পর্কে অবগত ছিলেন।

যদিও আমেরিকা তুরস্ককে যুদ্ধবিমান সরবরাহ করেনি। তিনি উল্লেখ করেন, তুরস্ক ইউরোফাইটার টাইফুন কিনেছে এবং এফ-৩৫ প্রোগ্রামে একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে রয়েছে।

তুরস্কের চারটি এফ-৩৫ জেট একটি হ্যাঙ্গারে পড়ে আছে, এখনো ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি স্বল্পমেয়াদি আমেরিকান রাজনৈতিক চক্রের সমালোচনা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি দুই বছর অন্তর নির্বাচন করে, যেখানে চীন ও রাশিয়ার মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা ৫০ বা ১০০ বছরের কথা চিন্তা করে।

তিনি সতর্ক করে বলেন, ভূ-রাজনীতিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং প্রযুক্তিগত সুবিধা এখন অপরিহার্য।

প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়

ন্যাটোর অভ্যন্তরে প্রতিরক্ষা উত্তেজনার কথা উল্লেখ করে মার্কিন এই কর্মকর্তা বলেন, ইউরোপ যখন আশা করে যে তুরস্ক মহাদেশকে রক্ষা করতে সাহায্য করবে, তখন একইসাথে রাশিয়ার উদ্বেগের কারণে আঙ্কারার উন্নত অস্ত্র ব্যবস্থা অর্জনের বিরোধিতা করে। এ পরিস্থিতিকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেন।

তিনি হোয়াইট হাউসে ট্রাম্প ও এরদোগানের মধ্যে একটি বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। বেশিরভাগ বিষয়ই সমাধান করা হয়েছিল, যার মধ্যে এস-৪০০ সিস্টেম সম্পর্কিত কিছু শর্তও ছিল।

তিনি বলেন, ’চার থেকে ছয় মাসের মধ্যে সব অমীমাংসিত সমস্যা সমাধান হয়ে যাবে।’

রাষ্ট্রদূত সিরিয়ার আসাদ শাসনের বিরুদ্ধে তুরস্কের ভূমিকার কথাও উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সিরিয়ার প্রশাসনকে সমর্থন করেছে বলে জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে তুরস্কের সাথে সিরিয়া ও আজারবাইজানের সংযোগকারী জ্বালানি করিডোরগুলো বড় ধরনের কৌশলগত সুবিধা প্রদান করবে।

তিনি তুরস্ক ও যুক্তরাস্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তি আরো জটিল সমস্যা হয়ে উঠেছে বলে উল্লেখ করেন।

আজারবাইজান আর্মেনিয়ার সাম্প্রতিক শান্তি প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি তুরস্ক-আর্মেনিয়া সীমান্ত পুনরায় খোলার আশা প্রকাশ করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি